Tomar Dorshon Ajo Pelam Na Lyrics (তোমার দর্শন আজও পেলাম না) | Bakul Dishari


Tomar Dorshon Ajo Pelam Na Lyrics (তোমার দর্শন আজও পেলাম না) | Bakul Dishari

গান : দর্শন (Dorshon)
লিরিক, টিউন,কন্ঠ : বকুল দিশারী
মিউজিক কম্পোজার : জাওয়াতা আফনান
লিড গিটার : জাওয়াটা,
বেজ : আহাদ অন্তর
ড্রামার : রবি
বাশি : তানজিল
তবল : আশিকুর রহমান তন্ময়
হারমোনিয়াম : আদর
রিফ : জিগার
ক্যামেরায় : ডি এস নিলয়
ভিডিও এডিট, কালার : ডি এস নিলয়
পরিচালক : ডি এস নিলয়
গল্প ভাবনায় : বকুল দিশারী

Tomar Dorshon Ajo Pelam Na Lyrics (তোমার দর্শন আজও পেলাম না) | Bakul Dishari

সারা জাহান ঘুরে এলাম

কোথাও না তারে দেখতে পেলাম (২ বার)

মাঝি ছাড়া নৌকা আমি

মাঝি ছাড়া নৌকা আমি 

পথ চলিলাম গুরুগো

তোমার দর্শন আজও পেলাম না

গুরুগো তোমার দর্শন আজও পেলাম না


মাটির ভিতরে চান্দার ছাউনি 

তার ভিতরে মানব জাতি (২ বার)

দিন রাত্রি নাই অন্ধ বাতি

বাউল মনটা দিনে দিনে

বাউল মনটা দিনে দিনে ছন্নছাড়া

গুরুগো তোমার দর্শন আজও পেলাম না

তোমার দর্শন আজও পেলাম না