Tomra Ja Bolo Tai Bolo Lyrics (তোমরা যা বলো তাই বলো) | Rabindra Sangeet
Tomra Ja Bolo Tai Bolo Lyrics (তোমরা যা বলো তাই বলো) | Rabindra Sangeet
Song Info |
|
গান |
তোমরা যা বলো তাই বলো |
গানের কথা |
কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুর |
রাগ |
বেহাগ-কীর্তন |
তাল |
দাদরা |
স্বরলিপিকার |
দিনেন্দ্রনাথ ঠাকুর |
Tomra Ja Bolo Tai Bolo Lyrics (তোমরা যা বলো তাই বলো) | Rabindra Sangeet
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে।
এই পাগল হাওয়া কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগণে।
সে গান আমার
লাগলো যে লাগলো মনে,
আমি কিসের মধু
খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে।
ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া
এমন করে লাগে আজি আমার নয়নে।
আমার লাগে না মনে
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে।
এই পাগল হাওয়া কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগণে।
সে গান আমার
লাগলো যে লাগলো মনে,
আমি কিসের মধু
খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে।
ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া
এমন করে লাগে আজি আমার নয়নে।
আরও পড়ুনঃ
Jodi jantem amar kiser byatha lyrics (যদি জানতেম আমার কিসের ব্যথা)
Aji bari jhore jhorjhor lyrics (আজ বারি ঝরে ঝরঝর )
Aji jhoro jhoro mukhoro badol dine lyrics (আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে)