Je voje manus khoda lyrics
Song : Je voje manus khoda
Lalon geeti
যে ভজে মানুষ খোদাসেই তো বাউল
বস্তুতে ঈশ্বর খুঁজে
পায় তার উল
পূর্ব জন্ম না মানে
চক্ষু না দেয় অনুমানে
মানুষ ভজে বর্তমানে
হয় রে কবুল
বেদ-তুলসী মালা টেপা
এসব তারা বলে ধোঁকা
শয়তানে দিয়ে ধাপ্পা
করে ভুল
মানুষে সকল মেলে
দেখে শুনে বাউল বলে
অধীন দুদ্দু কি আর বলে
লালন সাঁইজীর কুল