Je pothe sai cole fere lyrics
Song : Je pothe sai cole fere
Lalon Geeti
যে পথে সাঁই চলে ফেরেতার সন্ধান কে করে
সে পথে আছে সদাই
বিষয়-কালনাগিনীর ভয়
যদি কেহ আজগুবি যায়
অমনি ওঠে ছোঁ মারে
পলকভ’রে বিষ ধেয়ে তার
ওঠে ব্রহ্ম-অন্দরে
যে জানে উল্টা মন্ত্র
খাটিয়ে সেই তন্ত্র
গুরু রূপে করে জোর
বিষ ধরে সাধন করে
তার করণরীতি সাঁই দরদী
দরশন দিবে তারে
সেই দরদী অধর ধরা
যদি কেহ চাহে তারা
চৈতন্যরূপ গুনীন যারা
জানিস নে তার নামে
ভয় পেয়ে তুই জন্মাবধি
সে পথে না যাস যদি
হবে না ভজন-সাধন সিদ্ধি
দংশনে মন জ্বলে
ফকির লালন বলে যা করে সাঁই
থাকতে হয় সেই পথ ধ’রে