Song: Akasheo Alpo Neel
Singer: Arijit Singh
Lyricist: Srijato

আকাশেও অল্প নীল

ভুল হতো অন্তমিল

একা একা রং মিছিল

ছিলে না যখন


মুঠোভরা মিথ্যে ফোন

ফিরে আসা ডাক পিয়ন

মিছিমিছি মন কেমন

ছিলে না যখন


ভালোবাসা দিন

কতটা রঙিন

তা বুঝেছি তখন


সারাদিন, ঠিকানাহীন

ঘুরে ফিরি, কে বেদুইন

লুকিয়ে ডানার ক্ষত


তুমি নেই, তা ভাবলেই

ব্যথা এসে দাঁড়াবেই

উঁচু মিনারের মতো


শুকনো পাতা কাঁপতো একা ডালে

গন্ধ খুঁজে ডুবেছি রুমালে

শুকনো পাতা কাঁপতো একা ডালে

গন্ধ খুঁজে ডুবেছি রুমালে


কেমন ছিলাম, বুঝি এখন

কেমন ছিলাম, বুঝি এখন


আকাশেও অল্প নীল

ভুল হতো অন্তমিল

একা একা রং মিছিল

ছিলে না যখন


মুঠোভরা মিথ্যে ফোন

ফিরে আসা ডাক পিয়ন

মিছিমিছি মন কেমন

ছিলে না যখন


ভালোবাসা দিন

কতটা রঙিন

তা বুঝেছি তখন


আকাশেও অল্প নীল

ভুল হতো অন্তমিল

একা একা রং মিছিল

ছিলে না যখন


মুঠোভরা মিথ্যে ফোন

ফিরে আসা ডাক পিয়ন

মিছিমিছি মন কেমন

ছিলে না যখন


ভালোবাসা দিন

কতটা রঙিন

তা বুঝেছি তখন


সারাদিন, ঠিকানাহীন

ঘুরে ফিরি, কে বেদুইন

লুকিয়ে ডানার ক্ষত


তুমি নেই, তা ভাবলেই

ব্যথা এসে দাঁড়াবেই

উঁচু মিনারের মতো


শুকনো পাতা কাঁপতো একা ডালে

গন্ধ খুঁজে ডুবেছি রুমালে

শুকনো পাতা কাঁপতো একা ডালে

গন্ধ খুঁজে ডুবেছি রুমালে


কেমন ছিলাম, বুঝি এখন

কেমন ছিলাম, বুঝি এখন


আকাশেও অল্প নীল

ভুল হতো অন্তমিল

একা একা রং মিছিল

ছিলে না যখন


মুঠোভরা মিথ্যে ফোন

ফিরে আসা ডাক পিয়ন

মিছিমিছি মন কেমন

ছিলে না যখন


ভালোবাসা দিন

কতটা রঙিন

তা বুঝেছি তখন