Ekhon Onek Raat lyrics (এখন অনেক রাত)

 

Song: Ekhon Onek Raat
Singer: Anupam Roy
Music & Lyrics: Anupam Roy

এখন অনেক রাত

তোমার কাঁধে আমার নিঃশ্বাস

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়


ছুঁয়ে দিলে হাত

আমার বৃদ্ধ বুকে তোমার মাথা

চেপে ধরে টলছি কেমন নেশায় (২)


কেন যে অসংকোচে অন্ধ গানের কলি

পাখার ব্লেডের তালে, সোজাসুজি কথা বলি


আমি ভাবতে পারিনি 

তুমি বুকের ভেতর ফাটছো, আমার 

শরীর জুড়ে তোমার প্রেমের বীজ


আমি থামতে পারিনি

তোমার গালে নরম দুঃখ, আমায়

দু'হাত দিয়ে মুছতে দিও প্লিজ


তোমার গানের সুর

আমার পকেট ভরা সত্যি মিথ্যে

রেখে দিলাম তোমার ব্যাগের নীলে


জানি তর্কে বহুদূর

তাও আমায় তুমি আঁকড়ে ধরো

আমার ভেতর বাড়ছো তিলে তিলে


কেন যে অসংকোচে অন্ধ গানের কলি

পাখার ব্লেডের তালে, সোজাসুজি কথা বলি


আমি ভাবতে পারিনি 

তুমি বুকের ভেতর ফাটছো, আমার 

শরীর জুড়ে তোমার প্রেমের বীজ


আমি থামতে পারিনি

তোমার গালে নরম দুঃখ, আমায়

দু'হাত দিয়ে মুছতে দিও প্লিজ


এখন অনেক রাত

তোমার কাঁধে আমার নিঃশ্বাস

আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়


ছুঁয়ে দিলে হাত

আমার বৃদ্ধ বুকে তোমার মাথা

চেপে ধরে টলছি কেমন নেশায়


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url