song: Ei Raat Tomar Amar
Singer: Hemanta Mukherjee
Music Composer: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder

এই রাত তোমার আমার

ওই চাঁদ তোমার আমার

শুধু দুজনের

এই রাত শুধু যে গানের

এই ক্ষণ এ দুটি প্রাণের

কুহু কূজনের

এই রাত তোমার আমার


তুমি আছো আমি আছি তাই

অনুভবে তোমারে যে পাই

শুধু দুজনের

এই রাত তোমার আমার

ওই চাঁদ তোমার আমার

শুধু দুজনের