Song : Chilare mon ocin deshe
Lalon Geeti

ছিলারে মন অচিন দেশে
আইলা রে মন মানুষ বেশে
দয়াল খুঁজো সয়াল কোষে
চুষে খাইলা জওয়ানি
দয়াল আসে-যায় স্বদেশে
জিন্দা মরায় রুহানি

স্বকৌশলে সর্বস্বত্তা
সর্বজীবের পরমাত্মা
জীবেতে পরম লাপাত্তা
জানো কিনা জানি

বাতাসের বুঝায় কটরা
তারি মাঝে রয় অধরা
ভাব সাগরে ডুব দে তোরা
আন্ধার এই দেখ চন্দনী

কামের মোহে লোভে পড়ে
রাঙা ঘোড়ার পিঠে চড়ে
ধ্যান নাই রে তোর ধ্যানের ঘরে
মিছা রাইত-দিন পুহালি

পাক চরণ মাথায় লইয়া
তালাশ করো খালাস হইয়া
লাভ নাই পাগল হাসান হইয়া
শেষ নাইরে তার কাহিনী