Song : Rachul rashul bole daki
Lalon Geeti
রাসুল রাসুল বলে ডাকি
রাসুল নাম নিলে বড়ো সুখে থাকি
মক্কায় গিয়ে হজ্ করিয়ে
রাসুলের রূপ নাহি দেখি
মদিনাতে গিয়ে দেখি
মরেছে রাসুল রওজা দেখি
কুল গেল কলঙ্ক হলো
আর কিছু নাই দিতে বাকি
সোনার রাসুল মারা গেলে
কেমন ক’রে দুনিয়ায় থাকি
হায়াতুল মুরছাল্লিন ব’লে
দলিলেতে লেখে দেখি
সিরাজ শাহ কয় অবোধ লালন
রাসুল চিনলে আখের পাবি
রাসুল নাম নিলে বড়ো সুখে থাকি
মক্কায় গিয়ে হজ্ করিয়ে
রাসুলের রূপ নাহি দেখি
মদিনাতে গিয়ে দেখি
মরেছে রাসুল রওজা দেখি
কুল গেল কলঙ্ক হলো
আর কিছু নাই দিতে বাকি
সোনার রাসুল মারা গেলে
কেমন ক’রে দুনিয়ায় থাকি
হায়াতুল মুরছাল্লিন ব’লে
দলিলেতে লেখে দেখি
সিরাজ শাহ কয় অবোধ লালন
রাসুল চিনলে আখের পাবি
0 Comments