Song : Rachul rashul bole daki
Lalon Geeti 

রাসুল রাসুল বলে ডাকি

রাসুল নাম নিলে বড়ো সুখে থাকি

মক্কায় গিয়ে হজ্ করিয়ে
রাসুলের রূপ নাহি দেখি
মদিনাতে গিয়ে দেখি
মরেছে রাসুল রওজা দেখি

কুল গেল কলঙ্ক হলো
আর কিছু নাই দিতে বাকি
সোনার রাসুল মারা গেলে
কেমন ক’রে দুনিয়ায় থাকি

হায়াতুল মুরছাল্লিন ব’লে
দলিলেতে লেখে দেখি
সিরাজ শাহ কয় অবোধ লালন
রাসুল চিনলে আখের পাবি