Song: Ei Meghla Dine Ekla

Original Singer: Hemanta Mukhopadhyay

এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনাতো মন

কাছে যাব কবে পাব

ওগো তোমার নিমন্ত্রণ


যুথি বনে ওই হাওয়া

করে শুধু আসা-যাওয়া।

হায় হায়রে দিন যায়রে

ভরে আঁধারে ভুবন

কাছে যাব কবে পাব

ওগো তোমার নিমন্ত্রণ


এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনাতো মন

কাছে যাব কবে পাব

ওগো তোমার নিমন্ত্রণ


শুধু ঝরে ঝর ঝর

আজ বারি সারাদিন

আজ যেন মেঘে মেঘে

হল মন যে উদাসীন


আজ আমি ক্ষণে ক্ষণে

কী যে ভাবি আনমনে

তুমি আসবে ওগো হাসবে

কবে হবে সে মিলন

কাছে যাব, কবে পাব

ওগো তোমার নিমন্ত্রণ


এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনাতো মন

কাছে যাব কবে পাব

ওগো তোমার নিমন্ত্রণ