Borne Gondhe Chonde Gitite Lyrics (বর্ণে গন্ধে ছন্দে গীতিতে)
Song: Borne Gondhe Chonde Gitite
Singer: Sachin Dev Burman
Lyricist: Mira Dev Burma
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছ দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন
রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি
প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ
সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে
এ রীতি নাচালে তুমি
আপনও হারায়ে উদাসী প্রাণের
লহগো প্রেমাঞ্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি
চমকি দেখিনু আমার প্রেমের
জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে
তোমারও হিয়ারই মাঝে
তোমারও প্রাণের পুলকও প্রবাহ
নিশীথে চাহিয়া মাতে
জপ মোর নাম গাহ মোর গান
আমারই একতারাতে
মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু
তুমি শুধু তুমি