Mon Hawai Peyechi Tor Naam lyrics (মন হাওয়ায় পেয়েছি তোর নাম)

 

Song: Mon Hawai Peyechi Tor Naam
Singer: Anindya Chatterjee

মন হাওয়ায় পেয়েছি তোর নাম

মন হাওয়ায় হারিয়ে ফেললাম


হাওয়া দিলো শিরশিরানি ডাক

হাওয়া দিলো ডানা 

হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডল

ভুল ঠিকানা 


মন রে হলুদ আলোয়

হাওয়ার আবীর মাখলাম 


মন আলেয়া পোড়ালো খালি হাত

মন জাগেনা জাগেনা সারা রাত


জেগে থাকে ঘুম পাহাড়ের মন

কেমন আলো 

দূরদেশে ফিকে হওয়া রাত

ডাক পাঠালো 


মন রে ঘুমের গোপনে

তোমাকে আবার ডাকলাম 


আদরের ডাক যদি মোছে

এই নাও কিছু ঘুমপাড়ানি গান আলগোছে

বোঝনা এটুকু শিলালিপি


মন রে ব্যথার আদরে

অবুঝ আঙুল রাখলাম 


মন বুকের ভিতরে যে নরম

মন, ছুঁয়ো না ছুঁয়ো না এরকম


ছুঁয়ে দিলে বুক কুঁড়ে কুঁড়ে খায়

সোনা পোকা

বেপাড়ায় কাঁদবেনা

এ মা, ছিঃ ছিঃ বোকা 


মন রে না হয় পকেটে খুচরো পাথর রাখলাম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url