Song : Keno morlire mon 
Lalon Geeti

কেন মরলি রে মন ঝাঁপ দিয়ে
তোর বাবার পুকুরে,
দেখি কামে চিত্ত
পাগলপ্রায় তোরে।

কেন রে মন এমন হলি
যাতে জন্ম তাতেই ম’লি,
ঘুরতে হবে লক্ষ গলি
হাতে-পায়ে বেড়ি সার করে।

দীপের আলো দেখে যেমন
উড়ে পড়ে পতঙ্গগণ,
অবশেষে হারায় জীবন
মন আমার তাই করলি আরে।

দরবেশ সিরাজ সাঁই কয়
শক্তিরূপে ত্রিজগতময়,
লালন ফকির বুদ্ধি হারায়
আত্মতত্ত্ব না সেরে।