Song : Kon sadhone tare pai 
Lalon Geeti

জীবনের জীবন সাঁই,
আমি কোন সাধনে তাঁরে পাই।

শাক্ত শৈব বৈরাগ্য ভাব
তাতে যদি হয় চরণ লাভ,
তবে দয়াময় সদাসর্বদাই
প্রীতিভক্তি ব’লে পুষিলেন তাই।

সাধিলে সিদ্ধির ঘরে
আবার শুনি পাইনে তারে
সযোগ্য ব্যক্তি পেলো সে মুক্তি
আবার শুনি ঠকে যাবে রে ভাই।

গেলো না রে মনের ভ্রান্ত
পেলাম না সে ভাবের অন্ত,
বলে মূঢ় লালন, ভবে এসে মন
কি করিতে যেন কি করে যাই।