Song : Lage Na nao 
Lalon Geet
i

মন আমার যেন শুকনো নদী
লাগে না নাও, পার হয়ে যাও
ইচ্ছে থাকে যদি।

দূরদেশের একটা ভেলা
ডাকে তোমায় খোলামেলা,
দেখো না সুখ মিলে কিনা
রইবে পাখাল-পাখিহীনা,
দেখো না সুখ মিলে কিনা
ইহকাল অবধি।