Song : Lilar jar nai re sima
Lalon Geeti

লীলার যার নাই রে সীমা
কোন সময় কোন রূপ সে ধরে
কেমন করে

সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা
কেমন করে

আপনি ঘড়া আপনি ঘড়ি
আপনি করে রসের চুরি
ঘরে ঘরে
আপনি করে ম্যাজেস্টারি
আপন হাতে বেড়ি পরে

গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
গর্তে গেলে কূপজল কয়
ভেদবিচারে
তেমনি সাঁইর বিভিন্ন নাম
জানায় পাত্র-অনুসারে

একেতে অনন্তধারা
তুমি আমি নাম বেওয়ারা
ভবের পরে
সিরাজ সাঁই কয় অবোঝ লালনজানলে ধাঁধা যেত দূরে