Song: Mon Amar Ek Notun Mastani
Singers: Kumar Sanu, Vijayta Pandit
Lyrics: Pulak Bandopadhyay
Singers: Kumar Sanu, Vijayta Pandit
Lyrics: Pulak Bandopadhyay
বলবো কী করে কী হল আমার
কী হারালো আর কী এলো আমার
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে
মন আমার এক নতুন মস্তান শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে
তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা এই কথা ভুলবেনা
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে
মন আমার এক নতুন মস্তান শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে
তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা এই কথা ভুলবেনা
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দুজনায় এক শুভ লগ্নে
এলো শুভদিন আজ আমার জীবনে
মিলবো দুজনায় এক শুভ লগ্নে
আমায় ফেলে আর কারোর সাথে চলবেনা
আমায় ভুলবেনা এই কথা ভুলবেনা
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আমার যত প্রেম নাও দিলাম তোমাকে
তোমার যা আছে দাও সবই আমাকে
আমার যত প্রেম নাও দিলাম তোমাকে
তোমার যা আছে দাও সবই আমাকে
ভালোবাসি আর তুমি কাউকে বলবে না
আমায় ভুলবেনা এই কথা ভুলবেনা
মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে চোখে সে লিখেছে
তুমি যে আমার তুমি আরতো কারো না
আমায় ভুলবেনা এই কথা ভুলবেনা
0 Comments