Song: Pindare Polasher Bon
Lyricist: Sunil Mahato

পিঁদাড়ে পলাশের বন

পালাব পালাব মন

পিঁদাড়ে পলাশের বন

পালাব পালাব মন


নেংটি ইঁদুরে ঢোল কাটে

হে কাটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে


হামার বঁধু রাইত কানা

বাড়ির পথে আনাগোনা

হামার বঁধু রাইত কানা

বাড়ির পথে আনাগোনা


ভিনসারে উঠে ধান কুটে

হে কুটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে


পিঁদাড়ে পলাশের বন

পালাব পালাব মন

পিঁদাড়ে পলাশের বন

পালাব পালাব মন


নেংটি ইঁদুরে ঢোল কাটে

হে কাটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে


আলতা সিঁদুরে রাঙা

বিহা ছাড়্যে কইরব সাঁঘা

আলতা সিঁদুরে রাঙা

বিহা ছাড়্যে কইরব সাঁঘা


দেখি বউটা খাটে কিনা খাটে

হে খাটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে


সুনীলের বঠে জুড়া

দেখিস ব ভৈরব খুড়া

দিস না ব ধুলা পরের ভাতে

হে ভাতে হে,

বতরে পিরীতির ফুল ফুটে


অহরে পহরে ডাক

কথা কানে গুঁজে রাখ

রটে যা তার কিছু কিছু ঘটে

ঘটে হে,

বতরে পিরীতির ফুল ফুটে