Alga Koro Go Lyrics (আলগা কর গো খোঁপার বাঁধন)
Alga Koro Go Lyrics Info
গানঃ আলগা কর গো খোঁপার বাঁধন
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
রাগঃ আশাবরিতালঃ কাহার্বা
Alga Koro Go Lyrics
আলগা কর গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস্ গয়ি।
বিনোদ বেণীর জরীন ফিতায়
আন্ধা এশ্ক্ মেরা কস্ গয়ি।।
তোমার কেশের গন্ধ কখন,
লুকায়ে আসিল লোভী আমার মন
বেহুঁশ হো কর্ গির্ পড়ি হাথ মে
বাজু বন্দ মে বস্ গয়ি।।
কানের দুলে প্রাণ রাখিলে বিঁধিয়া,
আঁখ্, ফিরা দিয়া চোরী কর্ নিদিয়া,
দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া
আউর নেহিঁ উয়ো ওয়াপস্ গয়ি।।
Alga Koro Go Video Song
Read More: