Alga Koro Go Lyrics (আলগা কর গো খোঁপার বাঁধন)

Alga Koro Go Lyrics Info

গানঃ আলগা কর গো খোঁপার বাঁধন
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম 
রাগঃ আশাবরি
তালঃ কাহার্‌বা

Alga Koro Go Lyrics

আলগা কর গো খোঁপার বাঁধন

দিল ওহি মেরা ফঁস্‌ গয়ি।

বিনোদ বেণীর জরীন ফিতায়

আন্ধা এশ্‌ক্‌ মেরা কস্‌ গয়ি।।

তোমার কেশের গন্ধ কখন,

লুকায়ে আসিল লোভী আমার মন

বেহুঁশ হো কর্‌ গির্‌ পড়ি হাথ মে

বাজু বন্দ মে বস্‌ গয়ি।।

কানের দুলে প্রাণ রাখিলে বিঁধিয়া,

আঁখ্‌, ফিরা দিয়া চোরী কর্‌ নিদিয়া,

দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া

আউর নেহিঁ উয়ো ওয়াপস্‌ গয়ি।।

Alga Koro Go Video Song



Read More: 

Amar Moto Eto Sukhi Lyrics

Previous Post
No Comment
Add Comment
comment url