Mon Majhi Khobordar Lyrics | মন মাঝি খবরদার লিরিক্স

মন মাঝি খবরদার
আমার তরী যেন ভেড়ে না
আমার নৌকা যেন ডুবে না। (২)

সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝিরে ঘন ঘন জোড়া
সেই নৌকা খান বাড়িতে আমার তো
মন মাঝিরে হার হইলো গুড়া। (২)

মন মাঝি খবরদার
আমার তরী যেন ভেড়ে না
আমার নৌকা যেন ডুবে না।

মাস্তুলে উঠিয়া রে মাঝি
মন মাঝিরে এদিক ওদিক চায়
পেছন ফিরে চাইয়া দেখ না রে
মন মাঝিরে বেলা ডুইবা যায়
ও রে মন মাঝি খবরদার
আমার তরী যেন ভেড়ে না
আমার নৌকা যেন ডুবে না।
মন মাঝি খবরদার
আমার তরী যেন ভেড়ে না
আমার নৌকা যেন ডুবে না
মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার।






Previous Post
No Comment
Add Comment
comment url