Mon Pinjiray Bandasi Tor Mon Lyrics

Mon Pinjiray Bandasi Tor Mon Lyrics

Song: Mon Pinjira
Singer : Rakib Musabbir & Shilpi Biswas
Lyric : Emdad Sumon
Tune & Music : Rakib Musabbir
Cast : Aronno Pasha, Dolon, Jahid

It is one of the most popular Bengali Music Video Song.

Lyrics of Mon Pinjira

‎যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
‎তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
‎আমার দুঃখে কাঁদে আকাশ কান্দেরে জমিন
‎নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন (২)


‎তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
‎কারে এতো করলি আপন পর করে আমায়
‎তুই ভালো থাকিস বন্ধু আমার
‎সুখে থাকিস রোজ
‎তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
‎নিতে তোর খোঁজ (২)

‎জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
‎তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো
‎এ ভরা জোছনায় তুই কার পাশে
‎কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে (২)

‎তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
‎কারে এতো করলি আপন পর করে আমায়
‎তুই ভালো থাকিস বন্ধু আমার
‎সুখে থাকিস রোজ
‎তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
‎নিতে তোর খোঁজ।

‎এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
‎রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
‎তখন যদি হায় তোরে না পাই
‎নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই (২)


‎তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
‎কারে এতো করলি আপন পর করে আমায়
‎তুই ভালো থাকিস বন্ধু আমার
‎সুখে থাকিস রোজ
‎তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
‎নিতে তোর খোঁজ।

আরও পড়ুনঃ Mon Majhi Khobordar Lyrics



Previous Post
No Comment
Add Comment
comment url