Mon Pinjiray Bandasi Tor Mon Lyrics
Mon Pinjiray Bandasi Tor Mon Lyrics
Song: Mon Pinjira
Singer : Rakib Musabbir & Shilpi Biswas
Lyric : Emdad Sumon
Tune & Music : Rakib Musabbir
Cast : Aronno Pasha, Dolon, Jahid
It is one of the most popular Bengali Music Video Song.
Lyrics of Mon Pinjira
যার কারণে ছাড়লাম আমি জগত সংসার
তবুও সে পাষান বন্ধু হইলো না আমার
আমার দুঃখে কাঁদে আকাশ কান্দেরে জমিন
নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন (২)
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ (২)
জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো
তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো
এ ভরা জোছনায় তুই কার পাশে
কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে (২)
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ।
এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই
রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়
তখন যদি হায় তোরে না পাই
নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই (২)
তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই
কারে এতো করলি আপন পর করে আমায়
তুই ভালো থাকিস বন্ধু আমার
সুখে থাকিস রোজ
তোর স্বপ্নে আমি আসবো ঠিকই
নিতে তোর খোঁজ।
আরও পড়ুনঃ Mon Majhi Khobordar Lyrics