Amar Aponar Cheye Apon Je Jon Lyrics

আমার আপনার চেয়ে আপন যে জন লিরিক্স Info

রাগঃ কাওয়ালী

লিরিক্সঃ কাজী নজরুল ইসলাম 

Amar Aponar Cheye Apon Je Jon Lyrics

আমার আপনার চেয়ে আপন যে জন

খুঁজি তারে আমি আপনায়॥

আমি শুনি যেন তার চরণের ধ্বনি

আমারি তিয়াসী বাসনায়॥

আমারি মনের তৃষিত আকাশে

কাঁদে সে চাতক আকুল পিয়াসে,

কভু সে চকোর সুধা-চোর আসে

নিশীথে স্বপনে জোছনায়॥

আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,

অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলী-উজল অভিরাম।

আমারি রচিত কাননে বসিয়া

পরানু পিয়ারে মালিকা রচিয়া

সে-মালা সহসা দেখিনু জাগিয়া

আপনারি গলে দোলে হায়॥


আরো পড়ুনঃ 


Previous Post
No Comment
Add Comment
comment url