খেলিছ এ বিশ্ব লয়ে লিরিক্স | Khelicho E Biswa Loye Lyrics
Khelicho E Biswa Loye Lyrics Info
রাগঃ ভৈরবীতালঃ কাহার্বা
লিরিক্সঃ কাজী নজরুল ইসলাম
Khelicho E Biswa Loye Lyrics
খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।।
শূন্যে মহা আকাশে
মগ্ন লীলা বিলাসে,
ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে।।
তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী,
পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি, হে উদার
সুখে দুখে অবিকার,
হাসিছ খেলিছ তুমি আপন মনে।।

আরও পড়ুনঃ