O Amar Bangla Ma Tor Lyrics (ও আমার বাংলা মা তোর)
O Amar Bangla Ma Tor Info
শিরোনামঃ ও আমার বাংলা মা তোর
গীতিকারঃ আবুল ওমরাহ মোঃ ফখরুদ্দিন
গীতিকারঃ আবুল ওমরাহ মোঃ ফখরুদ্দিন
O Amar Bangla Ma Tor Lyrics
ও আমার বাংলা মা তোরআকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতী রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি
নিলাম্বরী শাড়ী পড়ে
শরৎ আসে ভাদর মাসে
অঘ্রানে তোর ভরা ক্ষেতে
সোনা রঙের ফসল হাসে
দৃপ্ত চাষীর কুড়ে ঘরে
দিস মা গো তুই আঁচল ভরে ।।
পৌষ পাবনে নবান্ন ধান
আপন হাতে উজাড় করে
বোশেখে তোর রুদ্রভয়ান
কেতন ওড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম-কাঁঠালের হাট বসে কি
শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবণধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে।