Ke Poralo Mundo Mala Lyrics (কে পরালো মুণ্ডমালা)

Ke Poralo Mundo Mala Info

কথাঃ কাজী নজরুল ইসলাম 
ধরনঃ ভুক্তি মূলক 
তালঃ দাদরা
রাগঃ ভূপালী 

Ke Poralo Mundo Mala Lyrics

কে পরালো মুণ্ডমালা 
আমার শ্যামা-মায়ের গলে।
সহস্র দল জীবন কমল 
দোলে রে যার চরণ-তলে।। 
কে বলে মোর মা-কে কালো, 
মায়ের হাসি দিনের আলো 
মায়ের আমার গায়ের জ্যোতি 
গগন পবন জলে স্থলে।। 
শিবের বুকে চরণ যাঁহার 
কেশব যাঁরে পায় না ধ্যানে, 
শব নিয়ে সে রয় শ্মশানে 
কে জানে কোন অভিমানে। 
সৃষ্টিরে মা রয় আবরি' 
 সেই মা নাকি দিগম্বরী? 
তাঁরে অসুরে কয় ভয়ঙ্করী 
ভক্ত তাঁয় অভয়া বলে।।


আরও পড়ুনঃ খেলিছ এ বিশ্ব লয়ে লিরিক্স

Previous Post
No Comment
Add Comment
comment url