পরের জায়গা পরের জমি লিরিক্স (Porer Jayga Porer Jomi Lyrics)

পরের জায়গা পরের জমি লিরিক্স | Bengali Folk Song Lyrics

পরের জায়গা পরের জমি লিরিক্স

বাংলা লোকগান | Folk Song | ঐতিহ্যবাহী বাংলা গানের লিরিক্স | প্রখ্যাত শিল্পী আব্দুল আলিমের প্রসিদ্ধ গান

পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই

সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুমদারী
আমি পাই না জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই

জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস

আমি খাজনা পাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই

🎶 এই গানটি বাংলার মাটির গন্ধে ভরা এক চিরন্তন সৃষ্টি। গানের প্রতিটি লাইন যেন বলে দেয় — পরের জমিতে নিজের ঘরও কেমন করে পর মনে হয়।

আরও পড়ুনঃ খেলিছ এ বিশ্ব লয়ে লিরিক্স

#বাংলা_লোকগান #পরের_জায়গা_পরের_জমি #Bengali_Folk_Song #Lyrics
Previous Post
No Comment
Add Comment
comment url