Akash Pradip Jole Lyrics (আকাশ প্রদীপ জ্বলে) - লতা মঙ্গেশকর

আকাশ প্রদীপ জ্বলে (Akash Pradip Jole) গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে বাংলা আধুনিক সঙ্গীতের এক ক্লাসিক গান। এই গানটির সুর করেছেন সতীনাথ মুখোপাধ্যায়, আর কথার রচনা করেছেন পবিত্র মিত্র। 

১৯৫০-এর দশকে রেকর্ড হওয়া এটি লতার প্রথম “মৌলিক” বাংলা আধুনিক গান হিসেবে বিশিষ্ট স্থান অর্জন করেছিল। 

গানের রূপক ভাষায় “আকাশ প্রদীপ” (আকাশে ঝুলন্ত প্রদীপ) বাঙালির কার্তিক-কালীন আচার এবং আধ্যাত্মিক রীতির সঙ্গে গভীরভাবে যুক্ত; কার্তিক মাসে আকাশ-প্রদীপ জ্বালানো হতো পূর্বপুরুষদের জন্য, যেন তারা আলো দেখেই পথ চিহ্নিত করে আসতে পারে। 

লতার দৃষ্টিকোণ থেকে এটা শুধু একটি জনপ্রিয় গানই নয় — তিনি নিজেও বলেছিলেন যে এটি তার প্রিয় বাংলা গানগুলোর মধ্যে একটি। গানের অনুভূমিকতা, melancholic ভাব ও শান্ত সুর শ্রোতাদের মনে দীর্ঘস্থায়ী ছাপ রাখে।

Akash Prodip Jole Lyrics

আকাশ প্রদীপ জ্বলে 
দূরের তারার পানে চেয়ে
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।
https://www.suronuragi.com/2025/11/akash-pradip-jole-lyrics.html

Akash Pradip Jole Lyrics in English

The sky is a lamp
Looking at the distant stars
My eyes only look at you
They are covered in clouds of pain.
The darkness and night flow
I walk a directionless traveler
On the far side of the unknown
Across the sea of ​​longing hope.
How long and how long
Will this journey continue
How many nights will this be
The sky will become a lamp
Some night, what will come to mind
My eyes will shed tears of pain
The air will yearn
To catch your breath.
Previous Post
No Comment
Add Comment
comment url