Eka Beche Thakte Shekho Priyo Lyrics

অসীর আরমানের লেখা, সুর ও কন্ঠে অসাধারণ একটা গান 'একা বেঁচে থাকতে শেখো প্রিয়'। গানটির সম্পূর্ণ লিরিক্স দেখে নিন।

Eka Beche Thakte Shekho Priyo Lyrics

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁবো সাদা শাড়ি ?

আমায় নিয়ে আর ভেবোনা আরাম প্রিয়,
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো।
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না-করেছি ক’বার ?

তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো প্রিয়
তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে।
আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি
আমার নিরাগ লাগে ভারি,
কবে ছোঁব সাদা শাড়ি ?}

আমায় নিয়ে আর ভেবোনা, আরাম প্রিয়
মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো,
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার,
তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব
না করেছি ক’বার ?

তোমার মনের গোতি ..
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি,
আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি।
টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে
এখন ইষ্টিশনে বেজায় অন্ধকার।

তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?

একা বেঁচে থাকতে শেখো প্রিয় লিরিক্স

Learn to live alone, my dear
I have given you a pillow in my name, at the shrine of the stars.
I hope you recover soon
My innocence feels heavy,
When will I touch the white saree?

Don't think about me anymore, my dear,
Find peace in your mind, just have fun.
I am ending the season of swinging,
How many times have I not made the habit of sleeping in your closed room?

Who gave you the provision of pitch-black nights?

Learn to live alone, my dear
I have given you a pillow in my name, at the shrine of the stars.
 I hope you get well soon
My innocence feels heavy,
When will I wear a white saree?}

Don't think about me anymore, dear Aram
Find peace in your mind, just have fun,
I'm pulling the end of the swing season this time,
How many times have I not had the habit of sleeping in your closed room?

The speed of your mind..
The speed of your mind is a long-distance train at night,
I can't even catch it, how will I go home.
I bought a ticket and forgot the journey time
Now it's very dark at the station.

Who gave you the provision of a pitch-black night?

Who gave you the provision of a pitch-black night?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url