Haste Dekho Gaite Dekho Lyrics (হাসতে দেখো গাইতে দেখো)

Haste Dekho Gaite Dekho Lyrics

হাসতে দেখো, গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসি শেষে নীরবতা

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কী ব্যথা
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কী ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোণে নোনা ছবি আঁকে
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম

বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কী ব্যথা
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কী ব্যথা
চেনার মতো কেউ চিনলো না
এই আমাকে...



হাসতে দেখো গাইতে দেখো লিরিক্স

See me laughing, see me singing
See me with a face full of words
See the silence after the laughter

No one understands, no one knows
No one searches for my pain
No one understands, no one knows
No one searches for my pain
No one knows me like I should know
This is me

Cries are hidden in my melody
A salty picture is painted in the corner of my eyes
Listening to my story is a lighted festival
At the end of the story, I am silent like darkness
How much happiness I have given by pouring myself

No one understands, no one knows
No one knows
No one searches for my pain
No one knows
No one knows
No one knows like I should know
This is me...

Previous Post
No Comment
Add Comment
comment url