Moner Janala Dhore Lyrics (মনের জানালা ধরে)
গান - মনের জানালা ধরেমূল শিল্পী - হেমন্ত মুখোপাধ্যায়
Moner Janala Dhore Lyrics
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়ে না
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনারও ফুল
হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনারও ফুল
মালা গেঁথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভুল
ভুলেও তবু ও তো সে ভুল করে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যেতে যেতে গানখানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুনো সুর
যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুনো সুর
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়ে না
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে।
যার চোখ তাকে আর মনে পড়ে না
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনারও ফুল
হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে
ঝুরঝুর ঝরে গেছে কামনারও ফুল
মালা গেঁথে কবে থেকে নিয়ে বসে আছি
আবার কখনো যদি করে সেই ভুল
ভুলেও তবু ও তো সে ভুল করে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পরে না
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যেতে যেতে গানখানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুনো সুর
যেতে যেতে গান খানি পিছে ফেলে গেছে
ঝমঝম নুপূরের ও সকরুনো সুর
শিকলে বাধিতে তারে চেয়েছিনু বুঝি
শিকল চরণে তার হয়েছে নুপূর
ধরার বাঁধনে সে তো ধরা পড়ে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়ে না
চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে
আর কোনো চোখ তবু মনে ধরে না
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে।
আরও পড়ুন: এই পথ যদি না শেষ হয়
✨ ভাবার্থ / ব্যাখ্যা
“মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
যার চোখ তাকে আর মনে পড়ে না”
→ জীবনে কেউ একজন এসেছিল, খুব অল্প সময়ের জন্য। সে যেন মনের জানালা দিয়ে এক ঝলক তাকিয়ে চলে গেছে। এতটাই ক্ষণস্থায়ী যে এখন তার চোখ-মুখ স্পষ্ট মনে পড়ে না, কিন্তু তার ছায়া বা অনুভূতিটা রয়ে গেছে।
“চেয়ে চেয়ে কত রাত দিন কেটে গেছে”
→ সেই মানুষটার অপেক্ষায়, তার ফেরার আশায় অসংখ্য দিন-রাত কেটে গেছে। এখানে আছে অপেক্ষার ক্লান্তি আর সময়ের দীর্ঘশ্বাস।
“আর কোনো চোখ তবু মনে ধরে না”
→ অনেক মানুষ এসেছে, অনেক চোখ দেখেছে, কিন্তু সেই প্রথম অনুভূতির মতো আর কাউকে মন গ্রহণ করতে পারেনি।
এটা আসলে বলে— একবার যে শূন্যতা তৈরি হয়, তা আর সহজে ভরে না।
পুনরায়: “মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে”
→ পুরো ভাবটাকে আবার ঘুরিয়ে আনে—সে এসেছিল, ছুঁয়ে গিয়েছিল, কিন্তু থেকে যায়নি।
Moner Janala Dhore Lyrics
The window of the mind has peeked
The eyes of the one who no longer remembers
How many nights and days have passed in search
No other eyes remember
The window of the mind has peeked
The branch of the heart has shaken
The flowers of desire have fallen in pieces
The branch of the heart has shaken
The flowers of desire have fallen in pieces
Since when have I been sitting with the garlands? If I ever make that mistake again
Even if I forget, he still doesn't make a mistake
The window of the mind has peeked
The eyes of the one who no longer remembers
How many nights and days have passed in search
No other eyes remember
The window of the mind has peeked
As I go, I leave the song behind
Nupur's sparkling and sad melody
As I go, I leave the song behind
Nupur's sparkling and sad melody
I understand that you are trying to bind me in chains
He has to hold Nupur at his feet He is not caught in the bonds
He has peeked through the window of his mind
Whose eyes he no longer remembers
How many nights and days have passed in his search
And yet no other eyes remember
He has peeked through the window of his mind