O Amar Mon Jamunar Lyrics (ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে)
O Amar Mon Jamunar Lyrics
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বলো লাজেই যদি আগুন ঢাকে
ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বলো লাজেই যদি আগুন ঢাকে
কবে আর কবে আর
কবে আর আসবে সময় বাসবে ভালো
হাসবে ময়ূরপঙ্খী ভেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে
কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে
এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
মনের ওই মনের ওই
মনের ওই সোনা যে হয় আনমনা গো
দিন গোনাতে মাটির ঢেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা|
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বলো লাজেই যদি আগুন ঢাকে
ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বলো লাজেই যদি আগুন ঢাকে
কবে আর কবে আর
কবে আর আসবে সময় বাসবে ভালো
হাসবে ময়ূরপঙ্খী ভেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে
কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে
এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
মনের ওই মনের ওই
মনের ওই সোনা যে হয় আনমনা গো
দিন গোনাতে মাটির ঢেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা|
O Amar Mon Jamunar Lyrics in English
Oh my mind, in the limbs of the
Yamuna, how much the waves of emotions play.
Will you sit on the bank and smile sweetly?
Will you just watch all day?
Will you sit on the bank and smile sweetly?
Will you just watch all day?
If the false pride of beauty is so bad?
Tell me what the value of virtue is
if it is covered with fire by shame?
Tell me what the value of virtue is
if it is covered with fire by shame?
When and when and
when will the time come
when you will live well?
Will the peacock-like raft laugh?
Will you sit on the bank and smile sweetly?
Will you just watch all day?
Will you sit on the bank and smile sweetly?
Will you just watch all day?
Is it so afraid of injustice that it is That
If you don't dive yet, you will bathe, when will you?
When will you?
When will you?
When will you?
When will you?
That gold of the mind,
that mind, that mind,
that is unloved,
that is a pile of clay,
counting the days?
Will you sit on the bank and smile sweetly?
Only see the whole day?
And my mind, in the limbs of the Yamuna,
how much does it play in the waves?
Will you sit on the bank and smile sweetly?
Only see the whole day?
Will you sit on the bank and smile sweetly?
Only see the whole day?