Parbo Na Tomake Charte Lyrics

পারবো না কিছুতেই তোমাকে ছাড়তে
বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে

মেঘেদের ভাজে চাঁদ চায় যে লুকাতে
আমিও তোমারি হলাম চাইনা হারাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে

বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে
বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে

আকাশের বুকে যদি লেখা যেতো
তোমাকে ভালবাসি আমি কত
আমি কত..
সাগরের ঢেউ যদি গোনা যেতো
তোমাকে চাই কত বোঝা যেতো
বোঝা যেতো..

মরে যাবো তোমারই এক ইশারাতে
মরণও পারবে না তোমাকে ভোলাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে

বুকেরই বায়ে আঁকা তোমারই ছবি
দেখে দেখে হয়ে যাই প্রেমেরই কবি
প্রেমেরই কবি

যত চাই তত পাই মন ভরে না
ভালোবাসা এটা বোধহয় জানা ছিলো না
জানা ছিলো না

এ জনমে যদি না পাই পাবো পরজনমে
ছিনিয়ে নেব যে তোমায় থাকো না যেখানেতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে

পারবো না কিছুতেই তোমাকে ছাড়তে
বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে
বরবাদ হয়ে তোমার প্রেমেতে

বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে
বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে

বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে
বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে


Previous Post
No Comment
Add Comment
comment url