Se Chole Geleo Lyrics (সে চলে গেলেও)
Se Chole Geleo Lyrics Info
চিরদিন যাঁর অস্তিত্ব থাকবে এই মনের কোণে।
সৃজিত মুখার্জি পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবি থেকে কবীর সুমনের সুরে ও লেখায় তারই গাওয়া গান 'সে চলে গেলেও'।
Song Credits:
Song: Shey Chole Geleo (Male)
Vocals, Music and Lyrics: Kabir Suman
Nylon Strings, Arrangement, Programming and Track Design - Prabuddha Banerjee
Recording Engineer: Dibyendu Tota Saha
Mixing and Mastering: Anindit Roy
Digital De-aging: Arnab Chakraborty
Se Chole Geleo Lyrics
সে চলে গেলেওথেকে যাবে তার স্পর্শ
আমারই হাতের ছোঁয়ায়
সে চলে গেলেও
নুয়ে পড়বেই স্মৃতিরা
যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
সে চলে গেলেওথেকে যাবে তার স্পর্শ
আমারই হাতের ছোঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা
যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
সে চলে গেলেও
সে চলে গেলেও
হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
সে চলে গেলেও
হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল।থেকে যাবে তার স্পর্শ
আমারই হাতের ছোঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা
যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
সে চলে গেলেও
সে চলে গেলেও
নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
চেনা রাস্তায় একলা একলা
চেনা রাস্তায় একলা একলা
তারই সঙ্গে আমার হাঁটা।
সে চলে গেলেও
নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
চেনা রাস্তায় একলা একলা
চেনা রাস্তায় একলা একলা
তারই সঙ্গে আমার হাঁটা।
সে চলে গিয়েছে
সে চলে গিয়েছে
তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
সে চলে গিয়েছে
তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।
সে চলে গেলেও
থেকে যাবে তার স্পর্শ
আমারই হাতের ছোঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা
যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।
সে চলে গেলেও
সে চলে গেলেও
সে চলে গেলেও...
আরও পড়ুনঃ লুকোচুরি খেলা