Lukochuri Khela Lyrics (আমাদের লুকোচুরি খেলা)

Lukochuri Khela Lyrics Info

ভালবাসা থেকে যাক অভ্যেস হয়ে~~
শুনে নিন সৃজিত মুখার্জি পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমা থেকে তমালিকা গোলদারের লেখায় ও সুরে, শ্রেয়া ঘোষালের গাওয়া গান 'লুকোচুরি খেলা'।

Song: Lukochuri Khela (লুকোচুরি খেলা)
Singer : Shreya Ghoshal 
Lyrics & Composition: Tamalika Golder
Music Arrangement & Backing Vocals: Tamalika Golder


Lukochuri Khela Lyrics

আমাদের লুকোচুরি খেলা
এই বর্ষাতে সাঙ্গ বুঝি হলো
সারি সারি আদুরে ডালপালা
রুখা প্রান্তরে কত ফুল ছড়ালো
খুঁজি তোমায় ডাকনামের সুরে
চেনা চেনা পথে বালিয়াড়ি ধরে
জল ভাঙে আর আমায় টেনে নিয়ে
ডুবে যেতে চায় চাঁদের কালো ছুঁয়ে
আমার যত দ্বিধা
সব ভুলিয়ে
আমায় ডুবতে দাও
এই নিবিড় খেলা শেষে
অভ্যেসে
তুমি থেকে যাও...

তোমায় ছুঁয়ে আসা এই হাওয়া
আমার ভোরে আলগা ঝিম ধরালো
ওই আকাশের ঘরপালানো মেঘ
এই চৌকাঠে হালকা হিম ঝরালো
গান ভেসে যায় সিঁড়ির হাত ধরে
আমার পায়ে শিরায় ঘুম ধরে
জল ভাঙে আর আমায় টেনে নিয়ে
ডুবে যেতে চায় চাঁদের কালো ছুঁয়ে
আমার যত দ্বিধা
সব ভুলিয়ে
আমায় ডুবতে দাও
এই নিবিড় খেলা শেষে
অভ্যেসে
তুমি থেকে যাও...






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url