Kalyani- Anupom Roy Song Lyrics (কল্যাণী)
Kalyani Song Info
Vocals, lyrics and music - Anupam Roy Arrangement and guitar - Rishabh Ray Bass guitar - Kaustav Biswas Drums - Sandipan Parial Keyboard and backing vocals - Nabarun Bose Recorded at Audio Lake by Goutam Basu Mixed and mastered by Pritish, TAG Institute, Mumbai. Vocal edit - Debdeep Banik, Neo Ballad Studios Kolkata Audience singing recorded by Sayan Ghosh Audio artwork - Sagnik Kundu
Kalyani Song Lyrics
আমি ছিলাম অন্য কোথাওঅন্য কিছুর টানে
তুমি আমায় ডাকলে পিছু
ভালোবাসার গানে।
আমি ছিলাম বাস্তবে
আর যুক্তি কঠিন কথায়
তুমি ছিলে কত কথায়
ব্যর্থ প্রেমের ব্যাথায়
তোমায় আমি চিনতে পারি
অনেক বছর বাদে
তোমার চোখোর গভীর
ছুঁয়ে ফেলার অপরাধে
ফেলার অপরাধে
তুমি আমায় ভালোবাসো জানি
তাই ফিরে আসি আমি কল্যাণী
তুমি আমায় ভালোবাসি জানি
তাই বারবার ফিরে আসি কল্যাণী
আমি ছিলাম নিজের ভেতর
ব্যস্ত নানান কাজে
তুমি ছিলে মেলার ভিড়ে
হাজার লোকের মাঝে
যখন তোমায় দেখতে পেলাম
হয়ে গেছে দেরি
সোনার খাচায় বন্দী আমি
তোমার পায়েও বেড়ী
তোমায় ছুঁতে পেয়েছিলাম
ফেরিঘাট এর কাছে
এখনো এই বুকে তোমার
চিহ্ন লেগে আছে
চিহ্ন লেগে আছে।
তুমি আমায় ভালোবাসো জানি
তাই ফিরে আসি আমি কল্যাণী
তুমি আমায় ভালোবাসি জানি
তাই বারবার ফিরে আসি কল্যাণী।