Song: Chokh je moner kotha bole
Singer: Andrew Kishore
Lyricist: Gazi Mazharul Anwar
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের স্বপ্ন আঁকে
ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের স্বপ্ন আঁকে
মনের সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
প্রেমের সে ভাষা বুঝতে হলে
প্রেমের মত প্রেম থাকা চাই
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই
চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
আরও পড়ুনঃ
0 Comments