Shunile Pran Chomke Uthe Lyrics | Jekhane Sair Baramkhana Lyrics

শুনিলে প্রাণ চমকে ওঠে

দেখতে যেমন ভুজাঙ্গনা

যেখানে সাঁইর বারাম খানা [2]


যা ছুঁইলে প্রাণ মরি

এই জগতে তাইতেই তরী

বুঝেও তা বুঝতে নারি

কীর্তি কর্ম'র কি কারখানা

যেখানে সাঁইর বারাম খানা [2]


আত্মতত্ত্ব যে জেনেছে

দিব্যজ্ঞানী সেই হয়েছে

কু-বৃক্ষে সুফল পেয়েছে

আমার মনের ঘোর গেল না

যেখানে সাঁইর বারাম খানা [2]


যে ধনের উৎপত্তি প্রানধন

সেই ধনেরই হলো না যতন

অকালের ফল পাকায় লালন

এই দুঃখের তো শোর মিললো না

যেখানে সাঁইর বারাম খানা [2]


শুনিলে প্রাণ চমকে ওঠে

দেখতে যেমন ভুজাঙ্গনা

যেখানে সাঁইর বারাম খানা


আরও  পড়ুুুুুনঃ

https://www.suronuragi.com/2022/06/shunile-pran-chomke-uthe-lyrics-jekhane.html

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url