Ki Likhi Tomay Lyrics (কি লিখি তোমায়)

Singer: Lata Mangeshkar
Lyricist: Mukul Dutta

কি লিখি তোমায়

প্রিয়তম

কি লিখি তোমায়

কি লিখি তোমায়

তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার

কি লিখি তোমায়

কি লিখি তোমায়............


কৃষ্ণচূড়ার বনে ছায়াঘন পথ

আঁকা-বাঁকা পথ

আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে

কৃষ্ণচূড়ার বনে ছায়াঘন পথ

আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে

বসে আছি বাতায়নে

তোমারই আশায়

কি লিখি তোমায়

কি লিখি তোমায়...............


ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়

কত কথা কয়

তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়

ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়

তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়

গুনগুন করে মন

ব্যথারও ছায়ায়

কি লিখি তোমায়

কি লিখি তোমায়

তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার

কি লিখি তোমায় 


আরও পড়ুনঃ 

https://www.suronuragi.com/2022/06/ki-likhi-tomay-lyrics.html


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url