Song: Gere ganger khepa hapur hupur duppa parili
LalonGiti

গেড়ে গাঙ্গেরে ক্ষেপা হাপুর হুপুর ডুব পাড়িলে
এও তো মজা যাবে জানা কার্তিকে ওলানির কালে


বাই চালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পাড় গা তাড়াতাড়ি
তাইতে হল কাফের নাড়ি
তাইতো হানা দেয় আমারে

কুতফি যখন কফের জালায়
তাগা তাবিজ বাঁধবি গলায়
তাতে কি হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে

ক্ষান্ত দে-রে ঝাপই খেলা
শান্ত হ-রে ও মন ভোলা
এখনও কি আছে বেলা
লালন কয়, দেখ চক্ষু মেলে

আরও পড়ুন-