Sorboto mongolo radhe binodini rai lyrics (সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই)
Song:Sorboto mongolo radhe binodini rai
Album: Jubuti radhe(Sumi Mirja)
সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই
একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়
জল ভরো জল ভরো রাধে, ও গোয়ালার ঝি
কলস আমার পূর্ণ করো রাধে বিনোদিনী
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়
কালো কালো করিসনে লো ও গোয়ালার ঝি
আমায় বিধাতা করেছে কালো আমি করবো কি
এক কালো যমুনার জল সর্ব প্রাণী খায়
আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিলো
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িলো
মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভালো জানি
দু-একখানা ঝারা দিয়ে বিষ করিবো পানি
এমন অঙ্গেরও বিষ যে ঝারিতে পারে
সোনার এই যৌবন খানি দান করিবো তারে
এই কথা শুনিয়া কানাই বিষ ঝারিয়া দিলো
ঝেরে ঝুরে রাধে তখন গৃহবাসে গেলো
গৃহবাসে যেয়ে রাধে আড়ে বিছায় চুল
কদম ডালে থাইক্যা কানাই ফিক্কা মারে ফুল
বিয়া নাকি কর কানাই বিয়া নাকি কর
পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মর
বিয়াতো করিবো রাধে বিয়াতো করিবো
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো
আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসী বেঁধে যমুনাতে যাও
কোথায় পাবো হার কলসী কোথায় পাবো দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি