Song: Somoy gele sadhon hbe na

Lalon Giti

 তুমি দিন থাকতে দ্বীনের সাধন

কেন করলে না

সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না


জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনা
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না


অসময়ে কৃষি কইরে
 মিছা মিছি খেইটে মরে
গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না
তাতে ফল ধরে না,
সময় গেলে সাধন হবে না


অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়

অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালন বলে তাহার সময়
দ্বন্দ রয় না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে
সময় গেলে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না


আরও পড়ুনঃ