Song:  Jat gelo jat gelo bole 
Lalon Giti

সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা

আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো সুচি
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলে সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না
জাত গেল জাত গেল বলে

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
লালন বলে জাত কারে কয়
সে ভ্রম তো গেল না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে
সত্য কাজে কেউ নয় রাজি
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
জাত গেল জাত গেল বলে

আরও পড়ুনঃ

https://www.suronuragi.com/2022/06/jat-gelo-jat-gelo-bole-lyrics.html