Milon Hobe Koto Dine Lyrics (মিলন হবে কত দিনে)

Song: Milon hobe koto dine

  মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে 
আমার মনের মানুষের সনে
 
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী
হব বলে চরণ-দাসী
ও তা হয় না কপাল-গুণে 
ও তা হয় না কপাল-গুণে
আমার মনের মানুষের সনে 
আমার মনের মানুষের সনে
 
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে
ঐ রূপ হেরি এ দর্পণে
আমার মনের মানুষের সনে 
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে 
আমার মনের মানুষের সনে 
ওই রূপ যখন স্মরণ হয়
থাকে না লোক লজ্জার ভয়
ওই রূপ যখন স্মরণ হয়
থাকে না লোক লজ্জার ভয়
আমার মনের মানুষের সনে
লানন ফকির ভেবে বলে সদায়
লানন ফকির ভেবে বলে সদায়
যে প্রেম করে সে জানে
ও যে প্রেম করে সে জানে
আমার মনের মানুষেরও সনে
আমার মনের মানুষেরও সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url