Sotto Mongolo Premomoy Tumi lyrics (সত্য মঙ্গল প্রেমময় তুমি) | Rabindra Sangeet
রাগ |
ইমনকল্যাণ |
তাল |
তেওরা |
সত্য
মঙ্গল প্রেমময় তুমি,
ধ্রুবজ্যোতি
তুমি অন্ধকারে।
তুমি সদা
যার হৃদে
বিরাজ দুখজ্বালা সেই পাসরে—
সব দুখজ্বালা সেই পাশরে॥
তোমার
জ্ঞানে তোমার ধ্যানে
তব নামে
কত মাধুরী
যেই ভক্ত সেই জানে,
তুমি
জানাও যারে সেই জানে।
ওহে, তুমি
জানাও যারে সেই জানে॥
আরও পড়ুনঃ