Sotto Mongolo Premomoy Tumi lyrics (সত্য মঙ্গল প্রেমময় তুমি) | Rabindra Sangeet

 

রাগ

ইমনকল্যাণ

তাল

তেওরা


সত্য মঙ্গল প্রেমময় তুমি,

ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে।

তুমি সদা যার হৃদে

বিরাজ দুখজ্বালা সেই পাসরে— 

সব দুখজ্বালা সেই পাশরে॥

তোমার জ্ঞানে তোমার ধ্যানে

তব নামে কত মাধুরী

যে ভক্ত সেই জানে,

তুমি জানাও যারে সেই জানে।

ওহে, তুমি জানাও যারে সেই জানে

https://www.suronuragi.com/2022/06/sotto-mongolo-premomoy-tumi-lyrics.html

আরও পড়ুনঃ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url