-->

Tumi amar nayan go bangla lyrics (তুমি আমার নয়ন গো)

Song:Tumi amar nayan go
Liyrics: Pulok Bandhapadhya

 তুমি আমার নয়ন গো

যে নয়নে দেখি গো

আমি সেই নয়নের মণি

স্বপ্ন নিয়ে থাকি


তুমি আমার জীবন গো

রে জীবনে বাঁচি গো

আমি সেই জীবনের হৃদয় 

তোমারই মাঝে আছি

নয়ন  মণি নয়ন মণি


তুমি আমার নয়ন গো

যে নয়নে দেখি গো

আমি সেই নয়নের মণি

স্বপ্ন নিয়ে থাকি

নয়ন  মণি নয়ন মণি

 আ  আ  আ


গানে তোমায় বেঁধেছি

সুর দিয়ে যে সেধেছি

তোমর কাছে পেয়েছি

তোমারই গান গেয়েছি


ভালোবাসি এই কথাটা

নয়কো আমার ফাঁকি গো


তুমি আমার নয়ন গো

যে নয়নে দেখি গো

আমি সেই নয়নের মণি

স্বপ্ন নিয়ে থাকি

নয়ন মণি নয়ন মণি

 আ আ  আ


সুখের স্রোতে ভেসেছি

তোমার কোলেই এসেছি


তোমায় আপন করেছি

মন দিয়ে মন ভরেছি

অনুরাগে এই ছবি

তাইতো আমি আঁকি গো


তুমি আমার নয়ন গো

যে নয়নে দেখি গো

আমি সেই নয়নের মণি

স্বপ্ন নিয়ে থাকি


তুমি আমার জীবন গো

রে জীবনে বাঁচি গো

আমি সেই জীবনের হৃদয় 

তোমারই মাঝে আছি

নয়ন মণি নয়ন মণি



আরও পড়ুনঃ

https://www.suronuragi.com/2022/06/tumi-amar-nayan-go-bangla-lyrics.html

close