Ami ki dosh dibo kare re lyrics (আমি কী দোষ দিব কারে রে)


Song: Ami ki dosh dibo kare re 
Lalon Geeti


আমি কী দোষ দিব কারে রে
আপন মনের দোষে আমি
পড়লেম রে ফেরে


সুবুদ্ধি-সুস্বভাব গেল
কাকের স্বভাব মনে হলো
ত্যেজিয়া অমৃত ফল
মাকাল ফলে মন মজিল রে

যে আশায় এ ভবে আসা
ভাঙিল রে আশার বাসা
ঘটিল রে কি দুর্দশা
ঠাকুর গড়িতে বানর হলো রে

গুরুবস্তু চিনলি নে মন
অসময়ে কি করবি তখন
বিনয় করে বলছে লালন
আমার যজ্ঞের ঘৃত কুত্তায় খেল রে

আরও পড়ুনঃ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url