-->

Ei manuse sei manus ache lyrics (এই মানুষে সেই মানুষ আছে)

Song: Ei manuse sei manus ache
Lalon song

এই মানুষে সেই মানুষ আছে
কত মুনি-ঋষি যোগী-তপস্বী
তারে খুঁজে বেড়াচ্ছে
জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে কে হাতে পায়
আলেক মানুষ আছে সদাই
আলে বসে
অচিন দলে বসতি যার
দ্বিদল পদ্মে বারাম তার
দল নিরূপণ হবে যাহার
সে রূপ দেখবে অনাসে
আমার হলো বিভ্রান্ত মন
আমি বাইরে খুঁজি ঘরেরই ধন
সিরাজ সাঁই কয়, ঘুরবি লালন
আত্মতত্ত্ব না বুঝে


আরও পড়ুনঃ
close