Barir kache arshi nogor lyrics (বাড়ির কাছে আরশী নগর)

Song:Barir kache arshi nogor
Lalon giti

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে
বাঞ্ছা করি দেখব তারে
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সেথা যাই রে, আমি
কেমনে সেথা যাই রে, আমি
একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে
কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে
কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
ক্ষণেক থাকে শূণ্যের উপর
ক্ষণেক ভাসে নীরে
ওসে ক্ষণেক ভাসে নীরে
আমি একদিনও না দেখিলাম তারে
পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো, দূরে
পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো, দূরে
সে আর লালন একখানে রয়
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে, তবু
লক্ষ যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তার
বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না.. দেখিলাম তারে

Read more:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url