Song: Aye ke jabi opare
Lalon giti
আয় কে যাবি ওপারে
দয়াল চাঁদ মোর দিচ্ছে খেয়া
অপার সাগরে
যে দিলো তাঁর নামের দোহাই
তারে দয়া করিলেন সাঁই
এমন দয়াল আর দেখি নাই
এই ভব মাঝারে।
পার করে সে জগৎ-বেড়ি
নেয় না কারোর পয়সাকড়ি
সেরে সুরে মনের দেড়ি
ভার দেনা রে, তারে
ঐ চরণে দিয়ে রে ভার
কত পাপী হইল পার
সিরাজ সাঁই কয়, লালন তোমার
মনের বিকার যায় না রে
আরও পড়ুনঃ
0 Comments