Sonali Prantore Bhromorar Gunjone Lyrics( সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে)

Song:Sonali Prantore Bhromorar Gunjone
Singer: Naciketa

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

দখিনা পবনেতে অন্ধ আবেগে

থাকে না মন ঘরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

বারে বারে যেন আসি ফিরে এমন দেশে

উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে

বারে বারে যেন আসি ফিরে এমন দেশে

উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে

ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে

স্বপ্নমাখা মেঘের নকশা ঝড়ানো এ আকাশে

স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ

এ কথা জানায় বারে বারে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত

হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত

ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত

হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত

উষ্ণ মরুর শুকনো বুকে থাকে বাতাস ছবি

দিবারাত্রি যেন কাব্য লিখে যায় কোন্ সে কবি

স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ

এ কথা জানায় বারে বারে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

দখিনা পবনেতে অন্ধ আবেগে

থাকে না মন ঘরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url